‘অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই’

09/10/2015 7:51 pmViews: 6

‘অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই’

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। বিবৃতিতে তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার আরাধ্য স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার ত্যাগ অস্বীকৃত হবে।

Leave a Reply