অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত অর্থনৈতিক অস্থিরতা কাটবে না: সিপিডি

04/05/2014 3:20 pmViews: 4

অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত অস্থিরতা কাটবে না: সিপিডি
ঢাকা : একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অর্থনৈতিক অস্থিরতা কাটবে না। এই অস্থির অবস্থার পরিবর্তন না হলে বিনিয়োগ দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র ফেলো ড.দেবপ্রিয় ভট্টাচার্য।

রোববার সকাল সাড়ে ১১ টায় ব্র্যাক সেন্টারে ২০১৪-১৫ সালের বাজেট আলোচনা নিয়ে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্পদের নিরাপত্তা, নিজের নিরাপত্তা ও রাজনীতির স্থিতিশীলতা বজায় না থাকলে বিনিয়োগ বাড়ানো যাবে না। নির্বাচনের পরেই অর্থনৈতিক অবস্থা ভাল হবে এ ধারণা ভুল। নির্বাচনের পরে অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হলেও প্রকৃতপক্ষে তাকে ভাল বলা যায় না।

তিনি আরো বলেন, বাজেটের আত্মা হলো আর্থিক কাঠামো। বেশ কয়েক বছরে বাজেটের বিশ্বাসযোগ্যতার বাস্তবায়ন কম হয়েছে। সরকার যে আর্থিক কাঠামোর উপর বাজেট করবে অবশ্যই তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সুপরিকল্পিতভাবে করা বাজেট বাস্তবায়ন না হলে অর্থনীতিতে বড় ধাক্কা লাগে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অবৈধ আয়কে বৈধ করার বিষয়টি অর্থনৈতিক দিক দিয়ে কোন যুক্তিপূর্ণ কাজ নয়। এটা বৈধদের ক্ষেত্রে একপ্রকার শাস্তি

গত ৩-৪ মাসের অর্থনৈতিক বিভিন্ন সূচক উল্লেখ করে তিনি বলেন, এডিবির বর্তমান হার কমেছে, রাজস্ব আদায় কমেছে, গ্যাস-বিদ্যুৎ ব্যবহারের পতন ঘটেছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন। উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

Leave a Reply