অংক করে বয়স নির্ণয়

13/01/2014 10:45 pmViews: 899

 

 

ঢাকা,  : অংক করে বয়স জানুন। আমাদের দেশের মানুষের বয়স বিশেষ করে মেয়েদের বয়স জিগ্‌েগস করে জানতে পারা খুবই মুসকিল। তবে আপনি একটি অংকের ধাধা দিয়ে তা খুব সহজেই বের করতে পারেন। একবার চেষ্টা করে দেখুন:-

প্রথমে লোকটিকে/ মেয়েটিকে মনে মনে একটি সংখ্যা ধরতে বলুন। তারপর বলুন মনে মনে ধরা সংখ্যাটিকে ২ দিয়ে গুণ করতে। তারপর বলুন ঐ সংখ্যার সাথে ৫ যোগ করতে। এরপর প্রাপ্ত সংখ্যার সাথে ৫০ গুণ করে ১৭৫৯ যোগ করতে বলুন।

এবার প্রাপ্ত সংখ্যা থেকে ঐ লোকটির/মেয়েটির গোপন জন্মসাল বিয়োগ করতে বলুন। যে ফলটি বের হবে এবার তাকে তা জিগ্‌েগস করুন। যে ফলটি ঐ লোকটি/মেয়েটি বলল তার শেষের দুই সংখ্যাই ঐ লোকটির বয়স। একবার চেষ্টা করে দেখুন না।

Leave a Reply